সীমানা ছাড়িয়ে আনোয়ার, এখনো মনে আছে আমাকে? নিশ্চয় আছে ! মনে তোমাকে রাখতেই হবে। যেদিন পৃথিবীর আদিতম পুরুষ ও নারীর কাছে, শপথ নিয়েছিলাম একসাথে চলার ,............ নাঃ , পারিনি । যেমন পারেনি আদম আর ইভ । নিষিদ্ধ ফলের প্ররোচনায় তারা বঞ্চিত হয়েছিল অমৃত থেকে । আমারাও হয়েছি এই সমাজের - নিষিদ্ধ ফলের প্ররোচনায়। হয়তো অনেক মূল্য দিয়ে জয়ী হয়েছিলো তারা । একদিন আমারাও জিতবো, তবু কিন্তু এ সমাজ ! মেনে নেয়না। গন্তব্য তোমার বেহেস্ত, আমার বৈকুণ্ঠ ধাম। সেখানেই শেষ দেখা হবে তোমার -আমার শেষ দেনাপাওনার হিসাব মিলাতে এই গলিত পাকস্থলির অলি গলি পেরিয়ে, আরও একবার। এরা তো বুঝবেনা আর।সেদিন- মিলবো দুজনে একই বাসরে, সব সমাজ-কাল-গণ্ডী অতিক্রম করে। কে আটকাবে??? এই গদ্য কবিতাটি রিযওয়ানুরকে মনে রেখে লেখা ...........। |